"ঈদ যাত্রা"
মোঃ সোহেল রানা শুভ


নির্দিষ্ট এই দিনের কথা
সবার স্মৃতিতে গাঁথা,
কৌতূহল আর দেশের টানে;
দেখ রাজপথে কত মাথা।


শত-শত মানুষ রক্তের টানে
ত্যাগে উত্তাল ঢাকা,
চারিপাশে যেন নেই কলরব;
ফ্ল্যাট গুলো যেন ফাঁকা।


শরীর ও রক্তের ঘর্মাক্ত কত
পদ চারণের তলে,
তাঁরা সব কিছুকে উপেক্ষা করে;
ছুটছে দলে দলে।


সবার লক্ষ যেন আপন গ্রামে
ঈদ আনন্দে হয় মশগুল,
কত মানুষের হচ্ছেনা ফেরা;
পথে পথে কত ভুল।


সাবধানতার পরেও কারো
পকেট হচ্ছে খালি,
এত যানজট আর ভিড়ের মাঝে;
খেতে হচ্ছে ধুলাবালি।


সবার চেহারায় আনন্দের ছাপ
তবু কিছুটা উদ্বিগ্ন,
চিন্তিত যে সবার মন;
যেন ঘটেনা কোন বিঘ্ন।


প্রহর থেকে সন্ধ্যা লগ্ন
ঘুরে ফিরে কত ডোরে,
এক ঘেয়োমি আর কত অপেক্ষায়
যেতে হবে গ্রামে ভোরে।


দ্বারে দ্বারে কত ঘোরাঘুরি করে
হয়েছে কত জন ক্লান্ত,
অবশেষে যখন পেয়েছে গাড়ি;
হৃদয় হয়ছে শান্ত।


তবু ক্ষণিক বাদে জ্যামের চাপে
গাড়ির গতি বেগ হয়ে যায় ধীর,
গতি বাড়েনা দাড়ায় গাড়ি;
যেখানে সেখানে স্থির।


এভাবেই যে যেতে হবে
নিরুপায় হয়ে করতে হয় সহ্য,
আপন মানুষদের সাথে হবে ঈদ;
এটাই বাঙ্গালির মানবতা আর ধৈর্য।


আশার আলো বুকে নিয়ে যারা
স্বপ্ন দিয়েছে পাড়ি,
ও রব!  তুমি অনুগ্রহ কর;
যেন সকলে পৌছে বাড়ি।


লাখো হাজারো মানুষের ভীড়ে
বেড়েছে তাপমাত্রা,
শত কষ্ট ভুলে, যেতে হবে নীড়ে;
এটিই ঈদ যাত্রা।