"ইচ্ছে ঘুড়ি"


নীল আকাশে মেঘের পানে
দৃষ্টি যখন ভাসে,
অন্তর আমার খুঁজে দেখি;
কালো মেঘের পাশে।


লাটাই হাতে উড়ছে ঘুড়ি
অন্ধকার গগনে,
বাদল ধারা নামবে বুঝি;
গোধূলি লগনে।


শত চেষ্টা করছি আমি
কি হতে কি হয়?
তিমির কেটে ফুটবে আলো;
হয়তো হবে জয়।


প্রত্যাশায় দিন কাটছে আমার
অপরাধীর মত,
স্ব- যত্নে রাখার পরেও;
বাড়ছে ঘুড়ির ক্ষত।


আর কতটা উড়বে সে
ভেবে নাহি পাই,
চিন্তিত আর উদাসী তাই;
পাচ্ছি না যে ঠাঁই।


হয়তো আর পাবো না ঐ
ইচ্ছে ঘুড়ির দেখা,
তার জমানো সব স্মৃতি গুলো;
রেখে যাবে একা।


স্বপ্নগুলো তার সাথে
বেঁধে রেখেছিলাম,
অনিচ্ছাকৃত ভাবে তাকে;
হারিয়ে যেতে দিলাম।


নিরুপায় ও অসহায় মন
একাকীত্বে কাঁদে,
মুক্ত আকাশে উড়াল দিয়ে;
পরে গেলাম ফাঁদে।


নিজেকে আজ নিজের থেকেই
করতে হচ্ছে চুরি,
নীল আকাশে পথভ্রষ্ট আজ;
আমার ইচ্ছে ঘুড়ি।