মাঝে মাঝে হৃদয়ে স্পন্দন,
শুরু হয় তোমার জন্য;
আমি নিশ্চুপ থাকি নির্জনে,
তবু তোমারি স্মরণে ধন্য।


তুমি অন্তরে ডুবে ছিলে,
প্রতিটি মুহূর্তে ক্ষণে ক্ষণে;
শুধু তোমারি পরশে শ্রবণে,
হতো কত কথা কত জনে।


নির্ঘুম ছিল প্রতিটি নিশি,
ছিলাম আনমনা সারাবেলা;
কখনো করিনি অবজ্ঞা তবু,
তুমি করেছিলে অবহেলা।


অন্ন ছেড়ে পাগল হয়ে,
কত ছুটেছি তোমার পানে;
হারিয়ে যেতে দিইনি কখনো,
খুঁজেছি শত সন্ধানে।


নিজের চেয়ে শুধু তোমায়,
বেসেছিলাম অনেক ভালো;
তোমার ঐ চন্দ্রমুখ খানি,
হৃদয়ে ফুটিয়েছিল আলো।


হঠাৎ সর্বাঙ্গে দংশালে তুমি,
হয়েছিলে নিষ্ঠুর স্বার্থপর;
স্বপ্ন আমার করলে ধূলিসাৎ,
ভেঙেছিলে হৃদয়ে গড়া ঘর।


তবু রেখেছি তোমায় হৃদয় কুঠিরে,
জেনে নাও সেই সত্যিটা;
শত জল্পনা-কল্পনায় লিখিত ছন্দে,
আজ তুমিই আমার কাব্য ও কবিতা।