জীবন যেভাবে চলছে আমার
এতে পড়ছি মুসকিলে,
কেন করছি না আমি ইবাদত;
প্রভু ঈমান হচ্ছে ঢিলে।


শত-শত বাধা মিলছে জীবনে
কি করে করিবো পার?
দিশেহারা হয়ে কত চেষ্টা করে;
মেনে নিতে হয় হার।


পথভ্রষ্ট হয়ে যেতে পারি আমি
চেতনার দুয়ারে থেকে,
সঠিক কর্মে পা না বাড়িয়ে;
যেন বিপদ আনছি ডেকে।


মনুষ্যত্ব কোথায় আছে?
সব বিবেক গেছে হারিয়ে,
সবটা জেনেও না মানিয়া;
আছি অহংকারে দাঁড়িয়ে।


একদিন এর হবে বিচার
সেদিন থাকবেনা আর বল,
সাক্ষী সেদিন আমি হবো না;
হবে আমার কর্মফল।