এইতো শুরু!  নির্জনে একাকী,
ভাবছি যার কথা, দেবে সে দেখা কী?
বদ্ধ ঘরে আঁখি নড়ে,তার কথা মনে যে পড়ে।


হৃদয় যে নগ্ন, চিন্তায় মগ্ন,
ভাবছি যার কথা, দেবে সে দেখা কী?
এইতো শুরু!  নির্জনে একাকী।


তিমির রাত, স্তব্ধ চারপাশে,
হৃদয়ের গহীনে শুধু তার ছবি ভাসে।
নিদ্রা জাগরণে, অশ্রু দু-নয়নে,
ভাবছি শুধু তার কথা, স্বয়নে- স্বপনে।


দিবারাত্রি, প্রেমহীন যাত্রী,
ভাবছি যার কথা, দেবে সে দেখা কী?
এইতো শুরু!  নির্জনে একাকী।


কিন্তু হায়! এ যেন তিমির মেঘে বদ্ধ কিরণ,
না পাওয়া সেই রৌদ্র আলো,
তবু যেন তার পাই দেখা, এই ভাবনায় লাগে ভালো।


চলতে থাকে, যাচ্ছে দিন,
ভাবছি যার কথা, দেবে সে দেখা কী?
এইতো শুরু!  নির্জনে একাকী।


কোন এক দিন,  সে তো দেখা দিল,
অপূর্ব মায়াজালে দৃষ্টি কেড়ে নিল।
যেন ইচ্ছে করছে তার মনের হব আমি দাসি,
যদি না ফিরিয়ে দিয়ে সে, বলে ভালোবাসি।


এই হচ্ছে ভাবনা,  মনের গভীর থেকে,
দু-নয়নে স্বপ্ন বুনে, যাচ্ছি ছবি একে।