আমি যাকে ভালোবাসি
তার নাম পাখি,
সব থেকে ভালো লাগে;
তার দুটি আঁখি।


প্রভাতে উঠিয়া ভাবি
আনমনে একা,
প্রত্যহ তার সাথে;
হয় যেন দেখা।


আমার কোমল হৃদয় বলে
কেন ভাল লাগেনা?
পাখি কে ছাড়া আমি;
সত্যিই কি বাঁচবো না?


পাখি শুধু আমার
আর কারো নয়,
প্রভুর কাছে করি মিনতি;
পাখি যেন আমারই হয়।


রোজ রাতে ভাবি আমি
আমার পাখি কে নিয়ে,
প্রয়োজনে বাসবো ভালো;
সব কিছু বিসর্জন দিয়ে।


আমার পাখি খুবই শোভন
যেমনটি মনে হয়,
নিল অন্তরের নীচে খেলা করা;
অনুভূতিময় উর্মির মতন।