একদা এক গ্রামীণ ছেলে
উদাস মনে এলো শহরে,
চিন্তিত সে থাকতো যেন;
প্রতিটি প্রহরে।


দিনগুলো তার কাটতে থাকলো
আনমনে একা,
হঠাৎ তার মনের ভেতর;
কেউ দিল দেখা।


এভাবেই কিছুদিন চলতে থাকলো
এলো যেন সুখ,
তাকে একবার না দেখলে যেন;
পাইতো অনেক দুঃখ।


তার আনন্দের সাথী হলো
সেই রূপসী নারী,
তারা দু'জন মিলে গড়িল;
স্বপ্নের সোনার বাড়ি।


একদিন হলো কি!  
উল্টো দিকে শুরু হলো হাঁটা,
অশ্লীল এক মহিলা;
তাদের হলো পথের কাটা।


সেই পথের কাটা তুলিতে
হইলো একে অপর কে ভুলিতে,
তারা কষ্টে থাকলো চলিতে;
শহরের ব্যস্ত অলি-গলিতে ।


এখনো সেই গ্রামীণ ছেলে
মাঝে মাঝেই থাকে চিন্তিত,
আল্লাহ যদি পুনরায় সেই;
সুখের দিন দিত।