কবিতা
"প্রকৃতির স্পর্শে"


ঊষার আলো ফুটলো যখন
আধার হইলো বিলীন,
দমকা হাওয়ায় শিহরিত মন;
চেহারা খানা মলিন।


প্রভাতের সুবাসে যখন
ভাবনা হইলো উদয়,
প্রশান্তিতে পূর্ণ তখন;
মনোমুগ্ধকর হৃদয়।


বেলকুনীতে দাড়িয়ে একা
ডায়েরিটা যে হাতে,
অপেক্ষায় আর কাটছেনা সময়;
মিষ্টি এই প্রভাতে।


মনে পড়ে গেল তার কথা
নিরুপায় হয়ে ভাবছি,
পুরনো সব স্মৃতিগুলো আজ;
হৃদয় মাঝেতে আঁকছি।


যদি সে এসে হাতে হাত রেখে
সুখের পরশ দিত,
কত ভালোবাসা রেখেছি জমা;
সে বুকে জড়িয়ে নিত।


নানান ভাবনার আড়ালে
যেন হঠাৎ বৃষ্টি বর্ষে,
বিশেষ ব্যক্তি হৃদয়ে আগমন;
প্রকৃতির স্পর্শে ।