ঈমান বৃদ্ধির সূচনা লগ্নে
তৃপ্ত ছিল অন্তর,
দৃষ্টি নীচু করিয়া চলিতাম;
ছাড়িলাম কু-মন্তর ।


যেথায় সেথায় ঘুরিতে ঘুরিতে
করিতাম জ্ঞান অর্জন,
সৎ সঙ্গে দিয়েছিলাম সঙ্গ;
অন্যায় কে করেছিলাম বর্জন।


আসিত বাধা প্রবল বেগে
কখনো, করিনি মাথা নত,
হার নাহি মানিতাম শক্তি থাকিতে;
বিপদ আসিতো  যত।


স্রষ্টা তবে করিবেন যাচাই
ঈমান কতটা শক্ত,
বিপদ ও আসিবে তৈরি তখন;
সালাত পড়ি পাঁচ ওয়াক্ত।


শয়তান সে তো কুমন্ত্রণায়
ফেলিত পাপের ফাঁদ,
নারীর বেশে ঘুরতো যেথায়;
মিটি তো না তার সাধ।


প্রলোভন সে দেখাতে থাকিল
যৌবনের লালসাতে,
সে যে বড়ই কঠিন ছিল;
আমি ভাবিতাম প্রভাতে।


অবশেষে হইলো না আর
দ্বীনের পরীক্ষায় পাশ,
ভরসা রাখিলাম ফিরবো তবে;
পাইলে রমাদান মাস।