আরশি"
   সোহেলী পারভীন
নিত্যকারই তোমার চোখে আমি আমার রূপশ্রী দেখি।
বারবার তুমি একই উত্তর দাও।
আরশি!
আমি জানতে চাই নতুন কিছু একেবারেই নতুনত্ব!
একটা নতুনের তারুণ্যতা কেমন?
কেবলই হাসো আর কখনও মলিন বেশমাখো।
আরশি! তুমি শুনতে পাও আমায়?
একবার কেবল একবারই
তুমি বলে দাও এ ধরায়-
মুখোমুখি নয় অন্তররূপ কেমনতর হয়।
সত্য লুকিয়ে মিথ্যে নিয়ে হাসে যে মুখচ্ছবি,
এমন দেখেও কিছু বলোনা তুমি,
সহসাই মিথ্যাবাহাদুরি।
আরশি! যেন সবকিছুতেই বেজায় বড্ড খুশি!!
কতটা লুকিয়ে বিলাবে সুখ?
নিত্যকারই রহে দুঃখ বহে যে কত অসুখ!
আরশি!
কোন ক্ষণিক তরে, কখনো স্বপ্নেঘোরে,
তোমার পরে চেয়ে চেয়ে সাজিয়েছি বিচিত্র ভোরে,
কেবলই সুন্দর একটা দিনের আশায়।
কী যে সুখ!মায়াময় সেকল্পনা,
কেবল তোমারই সবজানা।
আরশি!
ফিরায়ে দিওনা আমার এ বাসনা।
ভেঙ্গো না আমার সব কল্পনার ছাঁয়া
নিত্য সে নতুন  সত্য লুকানোয়  মিথ্যের   মায়া!
২৮/১২/২০২২