""""''''আয়না""
কর্মে তুমি পরিচিত হও,
                     বর্নে থাক নত।
শতবাধা থাকলেও,
             সত্যে থাকো সমুন্নত।
নিজের রূপের স্বরূপ খোজ,
              অন্যের মনে বিরাজকর।
শান্তির এ ঝর্না ধারায়,
              মিলবে সুখ  সুন্দর এ ধরায়।
নিজেরে লুকিয়ে পরকে ধরো,
             মনথেকে অন্যের কল্যান কর।
তোমারি কাজের প্রতিচ্ছবি,
               মিলবে সত্যন্যায়ের দাবী।
সত্যকে মিথ্যের আড়ালে রেখে,
          যায়না চেনা মানুষ দেখে।
শপথ নিব বিবেক থেকে,
           মানবতা আনব ডেকে।
মনুষ্যেত্বের  আড়ালে আর,
          থাকবেনা কোন মিথ্যাচার।
নিজেই নিজের আয়নাতে আজ,
        দেখবে স্বরূপ ভাঙ্গবে যে লাজ।
লক্ষ্য নিয়ে ভাবতে থাকো,
              ভাবনাটাই গড়বে সাঁকো।
সত্যি বলি সৎ কর্ম করি,
            মানব প্রেমের জন্য লড়ি।
জানি,জন্মিলে যে মরণ আমায়,
            ডেকে নিবে আপন আলয়।