" বহুরূপী মুখোশ "
            সোহেলী পারভীন। ২৭/১২/১৭
চলতে বলতে দেখতে বেশ,
      নেই যেন তার তুলনার শেষ।
প্রথম যিনি দেখবে তোমায়,
       ভাবব যেন এক  মহা মায়াময়।
এমন রূপের রূপক সেজে,
             ধোকাদিচ্ছ মানুষকে যে।
কথা বেচে চলছ হেকে,
          পিছে  সবাই  বলছে  ফিকে।
নিজের ঢোল বাজিয়ে জোরে,
         মিথ্যাচারী  চলছে ঘোরে।
বহুরূপী রূপেরঘটা নেই কোন তার আলোকছটা,
       নিজেই নিজের পরিচয়ে জানাবেতার ভন্ডামীটা
                                                        সকলমুখোশ ছিড়ব জানি, সত্য হবেজানাজানি
        একদিন পালিয়ে যাবি এটাই চিরসত্যি মানি।                                 ,