বন্ধনহীন
সোহেলী পারভীন
২৮/১২/১৭


স্বপ্নঘোরে তুমি ছিলে প্রিয়া মোর  হ্নদয় ডোরে,
জানতে পারেনি আমার  এ মনকেবলই  তোমার তরে,
সব শিহরণ  মনের জাগে কেবলই  প্রেয়সী কথাকয়!
এ কেমন ভালবাসা নাকি ভাললাগা বুজি রয়।
তুমি মোর প্রথম প্রনয়ের সহজ কাব্যগাথা,
লিখলেম  তোমায়  আপন মনে প্রেম প্রীতিলতা।
সহজে তোমায় পাবনা জানি এ  জগৎময়,
অবাধ্য অনুভূতি  আমার তনু মন তবুওউন্মদনায়।
বন্ধনহীনতা কেবলই যদি  আমায় ডেকে ডেকেনেয়,
আমি আকাশের মেঘ হয়ে উড়ে যাব তোমার মেঘালয়।
বৃস্টি হয়ে কান্নার সুরে বাধিব তোমায়  রাগিনীর সুরে
প্রিয়তম,   মনমোর  সাধিছে তোমায় সকল অঙ্গজুড়ে।।