বেদনার রং নীল
   -সোহেলী পারভীন
জীবন জয়ে ভয় ছিলোনা দুঃসাহসী মনে
স্বপ্নই বুঁনেছিলেম যত অন্য কথা না শুনে।
চলতে চলতে পাড়ি দিলেম শত বন্ধুর পথ,
এমনও ক্ষণে কেউ জড়ায়ে ধরেনি এ দু'খানা হাত।
কাছে ডেকে নিলে না বন্ধু ঈর্ষা যত তাঁর
ভালোবেসেছি তবুও আমি , তোকে বারবার।
ঐ যে নীলিমায়! জীবনের শেষ বেলাটায়,
বেদনার রং লুকায়ে  রঙ্গিন রংয়ের খেলায়,
রংধনুর রং মেখেছে যেন নানান আলোক ছটায়!
তুমি জানবে এসো, বেদনার রং নীল!
ছোঁয়াবো তোমায় অনন্তকাল  অন্তরেরই মিল।
বন্ধু তুমি, আমিও বন্ধু, চিরন্তন এ মমতায়
নিঃস্ব!
তবুও হাসি খুশি এ  প্রান চির চঞ্চলতায়।


২৪/৪/২৪খ্রিস্টাব্দ