আমি ঐ নগর গায়ের বার বা তের বয়সীমেয়ে
সৃস্টির নিয়মে বয়ঃসন্ধিকাল পেরিয়ে।
আসে আবেগ  মনে  ধরে রংঙ্গীন চেতনা,
বল তোমরা মানুষ যারা  এর বাইরে কি আমরা!
কোন এক ক্ষনিকের মোহে হয়তো তোমার কথার ছলে
সরল মনে ভালবেসে  বেড়িয়ে পড়েছি সব কিছু ভুলে।
জানতাম আমি তুমিও আমার মত ভালবাস সত্যিকরে,
এসেছি বন্ধু, বিশ্বাস করেছি  যা বলেছো তাই!
কিন্ত হায়! এসে দেখি একটি কনাও সত্যি তার নাই!
তুমি আমায় নিয়ে মেতেছো ঘৃন্য পৈশাচিকতায়
কি করব! আমি একা!  পৃথিবী  আমার আচেনায়,                                      
তুমি কতিপয় ফুর্তিবাজ নিয়ে  মেতেছ উন্মাদনায়।
শকুনের চোখে হিংস্রতা দেখেছি বিভৎস রূপী
পৃথিবীর আলোবাতাস বিশ্বাস হয়েছে সর্ব গ্রাসী।
ধর্ষিত হয়েছি, নিঃস্ব জীবন ভালবাসার ছলনায় ভুলে
কিন্ত! এই শোন!তোমরা কতিপয় ফুর্তিবাজ কিপেলে?
আমার আত্মা চিরকাল এ বাংলার বুকে
নাম লিখে যাবো আমি এক অজ্ঞাত নারী,
ফুর্তিবাজ পুরুষ তোমরা চির ঘৃন্যতম কর্মফল তারই।
ধিক! তোমার ভালবাসার অসভ্য প্রকাশের নৈরাজ্যে বিশ্বাসঘাতক প্রেমিক,  
ফুর্তিবাজদের দখলে প্রানহীন ভালবাসার সম্রাজ্য।।


------বরগুনার পাথরঘাটায়  নারী ধর্ষন,হত্যা,নির্যাতনের প্রতিবাদ।