"কুৎসিত আত্মজয়"
            সোহেলী পারভীন
                    ২২/১২/১৭


জীবনের ডায়রীটাকে ছিন্নকারী কে তুমি প্রিয়জন সাজো?
তোমার এমন নম্রতার উৎসৃংখলতা হ্নদয়েবাজে আজো।
ভেবেছ?  কি করে দমন পীড়নে নিজেকে করিবে প্রকাশ,
অন্তর তব হীনমনন, ভালবাসা নাই বা হোক তার বহিঃপ্রকাশ
জনম মোর একবারই যৌবনবোধে জাগ্রতচিত্ত অল্পক্ষন,
কে বাধিবে তারে রুধিতে নাহি পারে এমন সৃস্টির ঢল,
ক্ষনিক কাল পরে এমনি ঝড়ে পড়ে রবেনা সে অবিকল।
যৌবন  সেথা হারিয়ে পথ সত্যের মুখোমুখি যতকরছল!
তুমি মিথ্যারঝুড়ি  ইনিয়েবিনিয়ে   যাও যত বলে,
পারবে না গোঁ  লুকিয়ে রাখতে স্বরূপ এমনি ছলে !
অন্যের স্বাদ তোমাতে নিয়ে রচে যাও কল্পকথা,
একটিবার ভেবেছ  কি? সত্যি নাই যে কেবলই মিথ্যার অসারতা।
কুৎসিত তব  চিন্তাগুলো ছড়িয়ে আছে অবাধ ছলনায়     বীজ বুনেছে  আপন মনে  আজি সত্যের পরাজয়!!