লজ্জায় হাসি
সোহেলী পারভীন। ৩০/১০/১৯
ধুমছে চলি  আমার আমি,  হাসির খোড়াক  বাড়তি চারিদিকের  চারিধারে স্বনামে সবমিথ্যে বেসাতি।
সবার সেরা ভাবি মনে জোড় পাই যে মহাজনের সনে


এই শহরে আমার চেয়ে কে আছে বলো?
লক্ষ হাসির বাজনা বাজাই,মঞ্চকাপাই!
যা মুখে আসে তাই বলে দাপাই! কে বলবে কী?
ওরা কী বলবে? সব তো চাটুকারের দল!
ঢের চেনা আছে আমার আমি সেরাই আমার বাহুবল।
পাথররূপের জ্ঞান পাপীরা তৈলবাজিতে  শ্রেষ্ঠ সবাই
আরে এমননি করেই সভা নষ্ট, নষ্ট যে ওদের বিবেক!
লজ্জায় হাসে সেই জনেরা হচ্ছে কী সব পাগলা মেলা!
বিবেকশূন্য বিবেকীগন পায়না হুশ দেখেনা খেলা,
হা হা হা পাচ্ছে হাসি জোড়সে হাসি,
জ্ঞানপাপীরা মূর্খের  সাথে মিশছে বসি!
বাকিরা সব ছিঃ ছিঃ লজ্জায় হাসি!