মেঘ"
সোহেলী পারভীন।
শুভ্রতা আমার স্বরূপ  দেখেসবাই মেঘ'  ডাকে,
আমার এমনরূপের পরিচয় যেন চিরন্তন ই থাকে।
মেঘ বলে, উড়ে বেড়াই নাই পিছুটান নাইরে বড়াই!
প্রকৃতির সত্য মেনেই আমি শিকড়বিহীন ছুটে বেড়াই,
সবার অগোচরে আমার মনে মাঝেমধ্যেও স্বাদ বাড়ে,
যদি একবারও নীলআকাশের সীমান্তরেখা হাতে ধরি!
এধার হতে ওধার ফিরি  যদি প্রান্তরেখা ছুঁইতে পারি।
ধরা আমায় নেয়না মেনে হঠাৎ কালো রংয়ে ছেয়ে,
ঝড়োমেঘের  রূপেরঘটা  শুভ্রবসন ছিঁড়ে নিয়ে,
ধরাতলে ঝড়তুলে যে নিজের সখ যায় যে ভুলে।
শুভ্রমেঘ তুমি! তুমি বেড়াও সারা আকাশ জুড়ে,
তোমার স্বাধীনতা আছে সীমাহীন আকাশময়!
সত্য!তুমি নিজে নিতে পারবেনা এর একরত্তিও।
মেঘ আমি শুভ্রবসন,  কালোরঙ  ঝড়গতির স্বপ্নজাল,  হারিয়ে ফেলি নিজের মতো  গড়িআরেক স্বপ্নেরধ্রুম্রজাল।।