নাকফুল
সোহেলী পারভীন
  প্রিয়জনের ভালোবাসা যেন লুকানো স্বপ্ন আশা
আদিকাল থেকেই পোষে নারী মনে
                  প্রিয়মানুষের ভালোবাসা।
তুমি মেয়ে! পই পই জানাও নাকে নাকফুল,
দুই কানে দুলুনি হাতে কাঁকনবালা,
কোমড়ে বিছা পায়ে মল,,,
নিত্যযেন মন বলে ভাঙি এ শৃঙ্খল!
তারপরেও
ভালোবাসতে চেয়েছি!
ফিরায়ে দিয়েছো নিত্য বলনে, নানান ছলনে,
এতটুকু চাইনি কেবল,চেয়েছি  ঠাঁই হোক তোমার চরণে।
তুমি কী কখনও চেয়ে দেখেছো মোর মুখপানে!
কতটা তৃষ্ণায় ব্যকুল দু চোখ তোমার হৃদয়ের সন্ধানে,
তারপরেও
কাছে আসতে চেয়েছি!
সুন্দরমুখখানি সাজায়ে তোমার তরে,
বুঝতে পারোনি বন্ধু প্রিয়তুমি এ জনম ভরে।
নাকে নাক ফুল, হাতের কাকন, গলায় মোতির মালা
সব ফেলে হৃদয় নোঙ্গর করে,
চোখের কাজলে ভালোবেসে নিবো, সকল ব্যাথার জ্বালা