নষ্ট যত তুই!
      সোহেলী পারভীন
আমি কিশোরী সুস্নিগ্ধ মুখশ্রীর
পথে চলতে চলতে কাটে দিনরাত্রির
কেবলই মনের মাঝে গীতবাদ্য বাজে
আশেপাশে যত দেব আছে
চাহনি তাদের রং বিরংয়ের সাজে


সবারই সঙ্গে সদাই থাকে যখন
দেবতূল্য চাহনি তার তখন!
একেলা পাবে যবে,
আসলরূপের ধরাই পরবে তবে।
পোশাকে সে দিব্যি সাহেব,
মুখে ফোটে  কথার শানাই
স্বারগামের আর শেষ যে নাই!
আসলে সে নষ্ট যত  সকল পাপচারে
মায়ের জাতি নিঃস্ব আজি ঘুরছে দ্বারেদ্বারে!
সবার আগে নারী তুই হইলি প্রশ্নবিদ্ধ?
সামনে চলায়  ভোলায় তোকে নারীর অস্তিত্ব।
এখনই ঘুড়ে দাড়াও ওরে, ভগ্নী মাতা নারী,


শিক্ষা নিয়ে পাল্টে গিয়ে হটাও নষ্টের সারি।
পুরুষের সাথে  পাল্টে গিয়ে নিজের শতরূপ,
নারী কেবল তাদের মোহে হারায় সর্বসুখ।
একুল ওকুল সব হারায়ে ছুটছে যে ঐ,,
সমাজ রাষ্ট্র ব্যক্তির কথা নষ্ট যত তুই!