""প্রকৃতি ও জীবন
         সোহেলী পারভীন
আদিসভ্যতায়  আমরা মানুষ, প্রকৃতি হলো প্রান,
যুগযুগ ধরে  এ প্রকৃতি, মানুষকে  করেছে শোধন।
বিনিময়ে চায়নি  কোন প্রতিদান,
অত্যাচারী মানুষ মোরা প্রকৃতির এ সন্তান।
নিত্যকাজে প্রকৃতি বিরুদ্ধ করছি অপমান,
প্রতিশোধ নেয়নি, প্রকৃতি দিয়েছে অফুরান,
বৃক্ষকেটেছো করেছো উজার  জঙ্গল বন।
নদী খাল বিলে কোথাও আর পুকুর না মেলে,
কাকড়া শামুক নানারকম মাছ নাহি আর জলে।
অট্টালিকা গড়ে প্রকৃতির শান্তি ছেড়ে,
কৃত্রিম সাজসজ্জায় মানুষ মোরা সেই নিকৃষ্ট জন!     সময় এসেছে আজ ,,,বেড়েছে পৃথিবীর তাপ,
মানুষ মোরা শত চেষ্টা করেও হয়তোবা পাবো না মাফ।
প্রকৃতি ঘুরে দাঁড়িয়েছে আজ,  চাইছে এর প্রতিদান,
এসো, পৃথিবীর মানুষজন,
আজি শপথ করি।
নতুন করে সাজাই প্রকৃতি শান্তির পৃথিবী গড়ি,,
      বাঁচাও প্রকৃতি বাচাঁও জীবন এ স্লোগান ধরি।