""শব্দঋণ
      সোহেলী পারভীন
ভালোবাসা কেবল একটা শব্দই'নয়
সে তো  দুঃখ জয়ের ক্লান্তি রোধক দ্যোতনাময়।
ভেবে দেখো তো!
একটা ঠিক শব্দচয়ন তোমাকে আগলে রাখে
যা তুমি জানতে না!
পরম যত্ন, দায়ীত্ব, জানাশোনা কেবলই কিন্ত শব্দনয়,
যখন  কেউ একজন এমনটা ভাবেন!
সত্যিই জীবনে আরও বহুদিন বাচঁতে শেখায়।
ভালো কর্মকরার উদ্যমতা শেখায়
সব একার সাধ্যে নেই!
তবুও একে অন্যের যত্নে শব্দের বিকল্পও নেই।
আসলে এর ব্যবহার জানতে হয়!
কখনও যত্ন ভালোবাসা  কাছে থেকেও নাহি পায়,
আবার,
দূর, দূুরত্বকমিয়ে শব্দ চয়নেও কাছে ডেকে নেয়।
তুমি, তোমরা ভালো আছো তো?
এতটুকুই সারাজীবনের প্রশান্তি এনে দেয়।
কখনও কখনও এমনও শব্দচয়ন নিস্বঃ করেদেয়!
সত্যিই কী এক আজব শব্দঋণ!
তোমারই ভিন্নতর  শব্দচয়ন অন্যের শংকার কারন,  আবার কারো জীবনে যেন সত্যের বাহন।
এতটুকু না হয় ভালোবাসি, মানুষ  আমরা যেজন
চিরদিন যত্নে, মমতায়, হ্দ্রতায় গাহী মোরা সাম্যের গান।
৭/৫/২৩