সময়
সোহেলী পারভীন
জীবনের উত্তর না পাওয়াকে সময় যদি বলে,
বেলা শেষে  এসেও  কখোনো কখনো কথা না বলে।
এসো,  সময়কে প্রশ্ন করি আর জানি,
কোথায় থাকা হয় শুনি?
উত্তর মিলবে না জানি!
সময় তুমি বড্ড একা! নিত্য সঙ্গীহীন!
শৈশব কাটে, যৌবন আড়ালে, বৃদ্ধসমাসীন।
সময় সেতো হারিয়ে যাবে  রবে দীর্ঘশ্বাস,
জানি তো,
আটকে থাকোনা, কারোরও মায়ায় তুমি বারোমাস।
নিত্য তোমার সঙ্গে  মোরা  করি বসবাস,
নিষ্ঠুর তুমি চির  উন্মাদিনী করেছো অন্তরে বাস।
নীরবে নিভৃতে কাঁদি হাসি  তোমারও লাগিয়া
হৃদয়ের শত সহস্র  বাসনা রইবে পড়িয়া।
সত্য শুভ নিরঞ্জন  তুমি,  করে রাখো বশ,
সব হারায়ে খুঁজি  তোমার  খ্যাতি সুনাম যশ।
২২/৬/২৩খ্রিস্টাব্দ।