Sir / জনাব
     সোহেলী পারভীন
sir বললে সম্মান বেজায় বড়!
জনাব বললে অসম্মতি বাড়ে,
           সম্মান যায়  যেন ছেড়ে!
স্বরবর্ণ পড়েছো এত
ব্যঞ্জনবর্ণ যত,
ইংরেজি ভাষা পড়ে এখন
বেহুদাই  সম্মান খোঁজো কত?
মানুষ তুমি যে পেশাই ধরি  সেবা সেতো,
নয়তো বাহাদুরি।
sir, sir করবে কেবল এ কেমন আহাজারি?
জোড়াজোড়িতে পায়না সম্মান মুখে প্রকাশ করে,
ভালো কর্মেই সম্মান আসে,
আর নিজে নিজে চাইলে পরে পিছনেতে সবাই হাসে!
তখনই sir, জনাবে বেহুদাই ওজন বাড়ে।
মানুষ হও হায়রে মানুষ ফিরাও নিজের হুস
sir sir sir করে কেউ ডাকলে হয়ে যেওনা বেহুস!!
নৈতিকতা হারিয়ে আজ কেবলই ক্ষমতার রেশ
মানুষই যেন ধরছে সব জানোয়ারের বেশ!
হুররে হুয়া সবাই রাজা প্রজার ঘর শূন্য
চেয়ে দেখো কে তোমায় মানবে এবার?
সবাই সেরা নিজেরকাছে নিজেই যেন ধন্য!