উপহার"
          সোহেলী পারভীন
তোমায় একটা গল্পশুনাব,    কবিতার ছন্দোবদ্ধে,                                 এমনতর  ভাবনায় যা তুমি জানতে না,ভাবনি কখনই।
তুমি রোজ আমায় বলতে ভালবাসি  আজ অবদি,
এ কথা শুনে সত্যি সবটুকুই বিশ্বাস করতেম।
আর বলতে চাইতাম এর সবটুকুই কী সত্য!
অাজ একটা উপহার দিলাম তোমায় ভালবাসি  বলে,
ভালবাসব আর একটা কিছুদেবনা এমনটা কী হয়!
শুধু বলেই যাব মুখের কথায় সত্যি যার প্রকাশ না রয়!
না না প্রিয়াকে এমন  বলব বলে বলেছি এমনতো নয়।
সারা মাঠ বেড়িয়ে একটা লতাগুল্ম! ফুল ও রয়েছে,
হঠাৎ মনবড়ই অশান্ত!আহারে!প্রিয়ে বলে ডাকলে বুঝি,
চাই না কোন নামী দামী উপহার কিন্ত তুমি কী দিবে?
ভালোবাসা বাসি সাথে বনোফুল তাতে শান্তি খুঁজি।
এমন মনেআসা অনুভূতিটুকু থাকুক অটুট,
আমি তোমাতে আমায় নিতে চাই চিনে স্বপ্নেই বীজবুনি।
উপহার আমার চাই গো সখা তোমার হাতের ছোঁয়ায়
বিলীন হয়ে রইবো  সখা  প্রেমপ্রেয়সীর ধারায়।
সেই থেকে বসে আছি একটা উপহার আমার চাই!
সারা মাঠ খুজে নিও ফুল লতাগুল্ম তুমি যা দিবে তাই।
সত্যি  আমি বিশ্বাস করি  যেমন ভালবাসা পাই,
তুমিই আমার শ্রেষ্ঠ উপহার আর কিছুই নাহি চাই।