সুদূর আকাশে নিঃসঙ্গ চাঁদ
অন্ধ চিলের রুপালি চোখের মত ঝুলে থাকে -
বিষণ্ন মেঘের শোকাহত আঁধারে।
ভাঙা ডানায় মৃত নক্ষত্রের অগোছালো হাড়গোড়,
বোবা ঠোঁটে দণ্ডিত যীশুর অস্ফুট আর্তনাদ।
অবশ পায়ে অভিশপ্ত জন্মের নিগড়,
নিগৃহীত মৃত্যুর অভিবাদনে অপেক্ষমান
আদিম নরকের অনুগত প্রহরী।
প্রতিটা নিঃশ্বাস বয়স্ক বরফের টুকরো,
নির্বোধ করোটি মৃত মগজের নির্বাক কফিন।
ঈশ্বরের অচল কর্নিয়ায় ব্যর্থ অস্ত্রোপচার,
দণ্ডিত মাখলুক অক্ষম আত্মহত্যায়।
১৩/০৯/২০২২