যদিও জানি স্বপ্নের চেয়ে সুন্দর কিছু নেই,
তার চেয়ে অধিক সত্য  
স্বপ্নই কর‌েছে সীমাহীন রক্তাক্ত আমায় ।
স্বপ্নের বুকে বিচরণ করে করে এক জীবন,
হেঁটে হেঁটে গন্তব্যহীন পথে-
কেবলই পেয়েছি বিষাদ ।
আজ আমার দুচোখে স্বপ্নের ঘরে
শুধুই অশ্রু, শুধুই অশ্রু !
অজস্র বেদনার ভারে উপচিয়ে পড়ে,
এক সমুদ্র অভিলাষ;
যেদিকে তাকাই দেখি স্বপ নয়
আগুনের মতো ফুল ।
হাসির ভিতরে ফাঁসির নির্লিপ্ত মুখ,
প্রত্যেকটা তুলতুলে হাত আজ মনে হয়-
শাণিত তরবারী !
আমার পানে ভীষণ উদ্যত আজ
পৃথিবীর বেবাক ভালোবাসা ।
আমার অজান্তেই ক্যামন গ্রাস করে
হৃদপিন্ডের উঠোন !
আর অামি অবলিলাায় তবুও অগ্রসর হই
ঈপ্সিত স্বপ্নের দিকে ।
স্বপ্নিল আঘাতে চৌচির হয়ে হয়ে
তবুও হাঁটি গ্ন্তব্যহীন স্বপ্নের পথে ।
যদিও জানি স্বপ্নের চেয়ে সুন্দর কিছু নেই,
তার চেয়ে অধিক সত্য
স্বপ্নই করেছে সীমাহীন রক্তাক্ত আমায় ।