কন্ঠকময় জীবনের পথে হেঁটে হেঁটে
রক্তাপ্লুত পায়ে যদিও সময় গিয়েছে কেটে।
এইখানে মনুষ্যত্বের পূঞ্জিভূত আবর্জনা
ভেতরে বাহিরে শৃঙ্খল ব্যাপক দাসত্বপনা।
অবনিতে অবারিত অবারিত আশরাফুল মাখলুকাত
এনেছে অমাবশ্যা অনাকাঙ্খিত রাত।
ইহাদের পদতলে দলিত অমরাবতী
ইহারা করেছে ইহাদের অপূরনীয় ক্ষতি।
নির্লজ্জ্বতা এখন আর কিছু নয়
পৃথিবী যখন সারমেয় সূধাময়।
বিত্তের ভারে অহংকারে দ্বীপদ প্রাণি
মনুষ্যত্ব ভুলে উপরে উঠছে জানি।
কিন্তু যাদের গর্দানে আছে ওদের পা
ওহাদের কোন পরিচয় জানা হলোনা।
বন মানুষেরা বন ছেড়ে আজ  অন্য বনে
বন রয়েছে ওদের শরীর ওদের মনে।
আমরা নিরব দর্শক হয়ে এসব দেখি
ভদ্রভাবে সাদা কালো কাব্য লেখি।
উৎপাতে ওরা উঠছে বেড়ে উঠছে বেড়ে
ওদের নখর মোদের পানে আসছে তেড়ে।
এভাবে এই পৃথিবীটা আজ জাহান্নামে
মনুষ্যত্বের সত্বা এখন বন্দি খামে।
যারা ভাবো মানুষ তুমি মানুষ আছো
মানুষ হয়ে এক মুহূর্ত একটু বাঁচো।
দাও জ্বালিয়ে মনুষ্যত্বের প্রদিপটাকে
তোমার সূর্য উঠবে জেগে ঝাঁকে ঝাঁকে।