এখনো আমার দুচোখের উঠোনে নীল অদিতীরা আসে,
কী বিপূল আকর্ষণে হাতছানি দিয়ে ডাকে ।
আমার হৃদপিন্ডে পায়চারি করে নিশিদিন ,
প্রণয়ের করিডোরে করা নাড়ে অহর্নিশ ,অনন্ত কাল ।
আশ্চর্য্য অমানিশায় অবাক বিস্ময়ে দেখি ,
অমরাবতীর রজনীগন্ধারা আছে ;
যেমন করে কোন এক কিশোরীর মুখ,
স্মৃতিস্তম্ব হয়ে আজও আছে মনে ।
আজও আমার বুক জুড়ে চোখ জুড়ে,
বেবাক পৃথিবী জুড়ে সামুদ্রিক পিয়াস ।
যখন মরুভুমি হয়ে যায় মন ,ভেতর বাহির
তখন এমনি বুঝি হয় ;
যেদিকে তাকাই তুলতুলে একখানা মুখ ,
অঝর বর্ষা হয়ে আসে ,
প্রণয় সলিলে ভিজিয়ে দেয় সমস্ত অবয়ব।
আমার চৈত্র বুকে তখন
অনায়াসে জেগে উঠে প্রিয়তম তিতাস ।