পৃথিবীকে জড়িয়ে ধরে পড়ে আছি এক কোটি বছর,
তবুও এই বুক জুড়ে সাহারার মতো শূন্যতা;
তুমি ছাড়া কিছুতেই মিঠেনা অযুত বর্ষের সঞ্চিত পিয়াস
কিছুই থাকেনা বুুকে তুমি ছাড়া,
সব- সবকিছু কেবলি খরকূটোর মতো মনে হয়।
ফুল পাখি তারায় তারায় শূন্যতা,
স্বপ্নে সমুদ্রে শূন্যতা !
যে বুকে তুমি নেই ,সেখানে কিছুই থাকেনা ।
ক্যামন মরুভূমি হয়ে যায় সব !
না চাইলে তুমি,
আমার বিধ্বস্ত পৃথিবীর পানে,
ডুবে যাই তিতাসের অতল গহবরে
অধরা রুপুর নূপুরের মতো ।
শুধু একবার ছূঁয়ে দাও বুক,
ছূঁয়ে দাও নিঃসঙ্গ চঞ্চু আমার !
সফেদ তুলতুলে বুকে একবার ঘুমুও ,
তোমার স্পর্শে একবার, শুধু একবার পরিপূর্ণ করো !
এক বিন্দু ভালোবাসায় উপচিয়ে দাও আমায়,
অযুত পৃথিবী নয় ,তোমার এক ফোঁটা অনিন্দ্য স্পর্শে
ইচ্ছে করে বেঁচে থাকি ।
ইচ্ছে করে তোমার ঐ চোখ -ছূঁয়ে  ছূঁয়ে আমি
চল যাই দিগন্তের অনন্ত ওপারে !