মানুষের খুঁজে যেদিকে তাকাই
মানুষ দেখিনা আর ,
চারিদিকে শুধু চিৎকার শুনি
কুত্তার কুত্তার ।


ওদের পায়ের শব্দে এখন
ভয়ে কাঁপে দেবতারা,
ওদের থাবায় ঝরে ঝরে পড়ে
নীল আকাশের তাঁরা।


কুকুরের হাতে দন্ড রাজের
ওহারাই হলো কাজী,
ওহারাই হলো পূণ্যবান আর
সবচেয়ে বেশি পাজি ।


কুকুরে কুকুরে একাকার আজ
কুকুর উঠোনে ঘরে,
ভেতরে বাহিরে করে পায়চারি
অবনীতে অন্তরে ।


বুঝতে পারিনা কিছুতেই আজ
কী এসেছেি নিতে,
কুকুরের হাতে কুকুরের পায়ে
কুকুরের পৃথিবীতে ।


কুকুরের কাছে আদব শিখি
কুকুরের নিকেতনে,
ভেতরে বাহিরে কুকুর এখন
কুকুর পুষি এ মনে ।