গাঁয়ের বধূ কৃষ্ণ এলো কেশে,
তিতাস নদীর জলকে ভালোবেসে;
লাজুক মনে ঘোমটা খানির ফাঁকে,
কাজল কালো নয়ণ দুটো রাখে ।


গাঙ চিলেরা আপন মনে উড়ে,
ইচ্ছে মতো কাছে কিংবা দূরে ;
গাঁয়ের বধূ একলা বসে ঘরে ,
স্বপ্ন দিয়ে স্বপ্ন শুধু গড়ে ।


ঘর'ই তাহার স্বদেশ মনোহরা,
গাঁ টা যেনো বিরাট বসুন্ধরা ।
এর'ই মাঝে তাহার কাঁদা হাসা,
সূখ দুঃখ স্নেহ ভালোবাসা ।


রাজ হাঁসেরা শীতল নদীর জলে,
ঝাঁকে ঝাঁকে কেমন ভেসে চলে !
গাঁয়ের বধূ জল আনিতে যায় ,
নিগড় তাহার রাঙা সোনার পায় ।