যদিও রাত্রী ভোর হয়,
প্রতিদিন সূর্য উঠে নিয়মতান্ত্রিক;
তবুও আমার পৃথিবী জুড়ে আঁধার,
সীমাহিন অন্ধকারে নিমজ্জিত হৃদপিন্ডের উঠোন ।
যতোই হাঁটি এপার থেকে ওপার এই পৃথিবীর,
হারিয়ে যায় পথ,অনন্ত গন্তব্য আমার ।
আজ মনে হয় প্রতিটা দিবস
সূর্যের সমুদয় আলো ,হয়ে গেছে ছিনতাই ।
প্রতিটা ভোর নিয়ে আসে ব্যাপক অন্ধকার,
তমসায় তিমিরে অবরুদ্ধ আজ সমুদয় বোধ।
যদিও এসেছিলাম এইখানে ,এই পৃথিবীতে ,
কোন এক অমরাবতীর ঈপ্সীত অভীলাষে;
অবনীর অযুত অমানিশায় পাইনি তা খুঁজে ।
কলুষিত আঁধার করেছে সব কিছু নীভৃতে গ্রাস,
আজ অন্ধ দেশ,অন্ধ পৃথিবী চালায়
আরণ্যক অন্ধ কিছু মানব মন্ডলিরা ।
এখন দেখি অন্ধকারে অন্ধ রাজা প্রজা,
অন্ধ চোখে অনন্ত ভোর খুঁজে ।
অার আমি অর্বাচিন মানব সন্তান ,
নীরব দর্শক হয়ে এই সব  ভাবি,
অন্তরে অবনীতে আর কতো আঁধার
আমাদের আছে প্রয়োজন ?