জঠরে আমার তোমার কীটের খেলা,
ইচ্ছে মতো ভাসাও রঙের ভেলা ।
সাঁতার কাটো আমার শাদা জলে,
আদিম খেলায় অনন্ত সুখ বলে ।
তোমার দাঁতে রক্ত ঝরে বুকে,
তবুও থাকি নীরব অতি সুখে ।
আমায় তুমি নিত্য করো চাষ,
অহরহ দন্ড সহবাস ।
যখন ভাবি এবার যাবোনা,
কারণ আমায় মানুষ ভাবোনা।
আমায় তুমি খেলার পুতুল ভেবে,
ইচ্ছে মতো বুকে টেনে নেবে ।
যখন সুখের সাঙ্গ হবে দিন,
বসত আমার নর্দমা ডাষ্টবিন ।