বসুন্ধরায় সোনার একটা দেশ ছিলো,
সবুজ শ্যামল পাখির গানে বেশ ছিলো।
সেথায় মানুষ অঢেল সুখে হাসতো,
জীবন থেকেও দেশকে ভালোবাসতো।
দেশটা ছিলো মায়ের মতো মমতায়,
মানুষ মাটি অভিন্ন এক সমতায় ।
তাই হৃদয়ের এদেশটাকে বাঁচাতে,
চাইতোনা কেউ থাকতে রোষের খাঁচাতে।
দেশটাতে ভাই ধানের সুবাস ছড়িয়ে,
বুকটা ক্যামন রাখতো যেনো ভরিয়ে ।
একদা এমন সোনার দেশের উঠোনে,
নজর দিলো দুষ্টু কালো শকুণে ।
কিন্তু মায়ের সন্তাণেরা ভীতু নয়,
জীবন দিলো করলো তবু দেশকে জয় ।