কী চাই আমি,চাই কাহারে ?
কী খুঁজি এই ফুল পাহারে ?
কীসের জন্যে রাত বিরাতে ঘুরি ?
আকাশ পাতাল কাতর স্বর্গপুরী ।
এ কোন পিয়াস মনের মাঝে,
নিত্য আমার সকল কাজে ?
নূপুর বাজে সকাল দুপুরে ,
পদ্ম ফোটে বুকের পুকুরে ।
কিছু জানি ? না জানিনা ।
চোখের পানি ? না পানি না ।
তাহলে কী খোয়াব কিছু ,
ছুটছে আমার পিছু পিছুু ?
তা না হলে কী চাই আমি ?
কেনো এতো জলে নামি ?
কে দুতারা এমন করে,
বাজায় আমার মনের ঘরে ?
কে দেয় আমার হৃদয় ধরে টান ?
পাগল করে মৃত্যু সুখের গান !
কেউ কি আমায় এক ফোঁটা চায়,
ফুল পাখিদের শুন্য খাঁচায় ?
আফ্রোদিতির অচিন ছবিরে,
আকাশ নীলের একটু গভীরে ।