আর কারো চোখে চোখ রাখবোনা আমি
বলবোনা কোন কথা স্বপ্ন দেখার ।
আমার মিঠে গেছে জীবনের সাধ
তোমাদের কাছ থেকে প্রণয় শেখার।
ভুলবোনা কোনদিন আর আমি ছলনায়
তোমাদের হাসিতে রঙিলা দানবী।
গ্রাসিয়াছো তমসায় প্রণয়ের পৃথিবী,
বুঝিয়াছি তোমরা নও কোন মানবী ।
আগাছায় অবনীর ক্ষেত্রটা পূরিবে,
নাগিনী গো অবশেষে দেখো সব মিথ্যে।
দহিবে আপনার গড়া লাল নরকে,
আমাকেই খুঁজবে অবেলায় চিত্তে ।
যখন আমি রবো আঁখিদের আড়ালে
অকথ্য বচনে কাঁদবোনা আর ,
চাইবোনা ভালোবাসা দুটি হাত বাড়িয়ে
তখন বুঝে নিও এই আমি কার ।
জানিনা তখন তব নয়ণের সলিলে,
হবে কিনা সৃষ্টি সাগর তরঙ্গ ;
যখন আমার এই অবয়ব আরশী,
হয়ে যাবে একদিন চিরতরে ভঙ্গ