তোমার পায়ে রুপোর নুপূর
আকাশ জুড়ে তাঁরার মেলা,
আমার মনে সকাল দুপুর
নিত্য করে এ কোন খেলা ।
তোমার লাজুক চোখের পানে
লজ্জাবতী রুপোর মেয়ে,
কী জানি কোন অভিমানে
একশো বছর থাকি চেয়ে ।
তোমার নরম কোমল হাসি
আমায় কেমন মাতাল করে,
তোমায় কতো ভালোবাসি
ক্যামনে বুঝাই কেমন করে ?
তোমার বুকে গহীন তলে
আমার প্রথম বসবাস,
নিয়ম ভাঙা শিশির জলে
সিক্ত সকল অভলিাষ ।
আমায় তুমি জড়িয়ে ধরো
তোমাকে দাও জড়াতে ,
ভালোবাসায় ধন্য করো
শুন্য জীবন ভড়াতে ।
এই পৃথিবীর নিয়ম ছাড়ি
আমরা যাবো উড়ে গো,
এক অজানায় দেবো পাড়ি
অনেক দূরে দূরে গো ।