এখন আমার মেঘলা দুটি চোখে
কাজলা তিতাস করে টলোমল ।
আর এই আমি অফুরন্ত সুখে
নিত্য ঝরাই সঞ্চিত সে জল ।


জোছোনাহীন আমার আকাশ জুড়ে
অমানিশার বিরাট আয়োজন ।
স্বর্গ সেতো অনেক যোজন দূরে
কিছু স্বপ্ন ভেঙে ফেলে মন ।


তবুও হাঁটি উঁচু নিচু পথে
এক অজানা মিথ্যে অভিলাষে ।
পৃথিবীতে একটা কিছু হতে
শাদা কালো সুখ দুঃখ চাষে ।


ইচ্ছে পূরণ খুব অনিয়ম তাই
এই অবনী চলছে বিপরীতে ।
ভুল করে যে কতো কিছু চাই
সকাল দুপুর অবাক পৃথিবীতে।


তাই এখন আর চাইনা আকাশ পানে
শেষ বিকেলে দরজা লাগাই ঘরে ।
হইনা ব্যাকুল পুরোনো সেই গানে
ছাই যাযাবর একলা থাকি পড়ে ।


এখন আমার মেঘলা দুটি চোখে
কাজলা তিতাস করে টলোমল ।
আর এই আমি অফুরন্ত সুখে
নিত্য ঝরাই সঞ্চিত জল ।