ইচ্ছে করে একবার ছূঁই -আকাশের আশ্চর্য নীল !
তোমার বুকের মতো আশ্চর্য নীল সমুদ্রে একবার
ইচ্ছে করে অবগাহন করি !
ইচ্ছে করে গন্তব্যহীন নীলে ,
হেঁটে হেঁটে খুব ক্লান্ত হই !
নীল আঁচল জড়িয়ে ধরে একবার
ইচ্ছে করে ঘুমিয়ে পড়ি আকাশের বুকে !
এ যেনো শুধু নীল নয় ,
তোমার লাজুক অবগুন্ঠন !
তাই এতো উচাটন অভিলাষে- উপছে পড়ি
তোমার স্বর্গীয় নীল জলে !
তোমার কপালের টিপ -
ছড়িয়ে পড়েছে তারায় তারায় ।
তাই আমি এক কোটি বছর চেয়ে আছি
নির্ণিমিখ্ নক্ষত্রের পানে !
আজ এই মৃত্তিকায় বসে ভাবি !
তুমি কি কেবল'ই আকাশ ?
রুপালি নক্ষত্রের সহোদরা ?
কেবল'ই নীল সমুদ্রের জল ?
আর আমি মরালের মতো
কোন এক মরালীর খুঁজে,গন্তব্য হীন সাঁতরাই ।
কেবল'ই ভাসমান আমি !
জলে ভাসি স্থলে ভাসি ,
প্রচন্ড তৃষ্ণায় খুঁজি-
কোন এক নীলাকাশ মুখ !