আমাদের বড় বিল
মোঃ শহীদুল ইসলাম

আমাদের বড় বিল,
হাজার পুকুর ঝিল।
শত কৃষকের মিল,
জীবিকার সপ্ন নীল।

ভোরের দুয়ার খুলে,
কৃষকের হাসি মিলে।
আনন্দে গানের মিল,
আমাদের বড় বিল।

সব রকমের ফসল,
ফলায় মিলে সকল।
কাজের সবাই পাগল,
এই জেন রসাল।

একদিন বিকেল বেলা,
আমি ছুটলাম একেলা।
প্রকৃতির আলা ভোলা,
মনটাকে করল উতলা।

এটা প্রকৃতির খেলা,
দেখি সবড় বেলা।
নিয়তির সব খেল,
এটাই বড় বিল।

মনেপড়ে সর্ব বেলা
হৃদয়ে করে খেলা
জীবনের সর্ব বেলা
বড়বিল করে খেলা