আত্ম-গোপন
...............মোঃ শহীদুল ইসলাম


স্ব-দুর থেকে উঁকি দিয়ে,
খোঁজে সে আমায়।
অন্তরায় বসে ভাবি নিরালায়,
মনের ভাবনা থেকে খুঁজে বেড়াই।


প্রভাত থেকে প্রহরিতে খুঁজি,
কোথায় আছে লুকাই।
মাঝে মাঝে মনে হয় সাগরে ভেসে বেড়াই,
দুর গগনে বাতাসে উড়ে তোমাকে খুঁজে পাই।


অনন্ত অসীম নাহি হতে পাড়ি,
তব যেন তোমার প্রেম বুকে আগলে রাখি।
এই মোর প্রার্থনা,
দয়াময়ের কাছে।
শেষ জীবনে ও না পাইলে,
পর পারে চাই বিধাতার কাছে।


আমি চাই তোমার হতে,
তুমি চাও দুরে সরতে,
বিবেক আমায় শিখিয়ে দেয়,
তোমাকে অনেক খুশি রাখতে।


আশা ময় জীবনে সব কিছুই নিরাশ,
তোমার জীবন হয় যেন সুখের মহাকাশ।
পথ চেয়ে আছি আমি,
এ পথ যেন নাহি শেষ হয়।
কাছে আসতে না চাইলে,
দুর থেকে দেখ আমায় এটাই বিশ্বাস হয় ।