বিষাক্ত মন
মোঃ শহীদুল ইসলাম


নিঝুম রাতে শয়নে দেখি,
খেজুর বিছানায় লুটে আছি।
দু চোখে অশ্রুতে বালিশ ভাসে,
চৈত্র মাসে ভরা গ্রীষ্মের সুখে।


সুখ পাখি টি থাকে দূরে,
দেয় না আমায় সুখের ধরা।
জানি সে তো অনেক দামি,
সে যে পান্না-হিরের গড়া পায়রা।


চৈত্রের খরা বুকে আমার,
দু-চোখে শ্রাবণের মাস।
হৃদয় বিজড়িত কষ্ট নিয়ে,
ক্লান্ত মনে চলি বার মাস।


শর্ত আছে রপ্ত করতে,
ধরায় পুতুল খেলার ঘর।
বুঝতে স্পষ্ট  করেছে আমায় ,
সুখ পাখি টি আমার অনেক পর।


শর্ত দিয়ে কর্তন করে,
আমার জীবন্ত পথের বেলা।
আমি নিষ্ঠা বুঝতে পারি,
এটা আমার জয়ন্ত খেলা।


ভুলি নি আমি তোমার দেয়া,
হৃদয় ভাঙ্গার বিষাক্ত উপমার দোয়া।
জীবন পণ শক্ত করে রপ্ত করবো,
মনে হয় শেষ সরিষার খোয়া।


শুধু পৃথিবীর বুকে আমি বেঁচে আছি,
সৌখিন জীবন আমার দুঃখ কষ্টের মাঝা মাঝি।
কষ্ট যেন আমার আর কষ্ট লাগে না,
কষ্ট না পেলে এখন আর ভালো লাগে না।


এতো কষ্ট কেন মেনে নিলাম?
যত বেদনার পর ও যতি তোমায় পেতাম!
তাও বুঝ লোনা তোমার  মন,
কারন তোমার তো বিষাক্ত মন।