প্রাক্তন মন
মোঃ শহীদুল ইসলাম


নিরন্তর তোমার চাহিতে প্রাক্তন আমার দু নয়ন।
জীবন ও বেলার উদীয়মান ভরা ক্লান্ত আমার শয়ন।
কেন মন দিবা লোকে চাহিয়া ক্রদনে ভাসাই নয়ন?
অন্তিম বেলা ফিরিবার লাগি অটল রাখি পণ।


ওগো নিথর ও বেলা, তুমি তো ফিরতে পার পারো?
বেলা উঠিয়া দুলিয়া দুলিয়া অস্ত যাওয়ার দৃঢ় প্রতীয়মান।
আমি তো ক্ষিন হয়ে দাঁড়াইয়া তোমার লাগিয়া, তব হবে কি অবসান?
মানাইতে পারি না জীবনান্ত বেলা, আর হবে না উদীয়মান।


স্বপ্ন দিবা লোকে তোমাকে ভাবিতে ভাবিতে জুড়ায় আমার পরান।
জীবন ও বেলার শেষ প্রান্তে আমার হবে না কোঁ প্রতি স্থান।
পেলাম নাহি ঠাই মনে, তোমাকে করেছি উত্ত্যক্ত ভরা পরান।
এতটুকু শান্তি মনকে পেতাম, যদি সর্প দিতে মনের ক্ষণিক স্থান।


ওগো মনের রানী, মন থেকে তোমাকে চিনি মানি।
হৃদয় উজাড় করিয়া, তোমার অর্ন্তস্থল করিলাম উপস্থাপন।
খনিক হেসে দিতে কি পার? ভালবাসার নৈসর্গিক সম্মান?
বলার কি প্রশ্ন জাগে? হৃদয়ে পুষিয়া রাখিব তার মান।


রোজ সকালে তোমার দর্শন মিলে, ততোই জুড়ায় মনের নয়ন।
কেন খনিক সময় ধন্য কর, ভূল ক্রমে রেখে নয়নে নয়ন।
চলে যদি যাবে হেথায়, তব কেন ভাঙ্গ আমার সহজ সরল মন।
যান কি তুমি? তোমার ও লাগিয়া বুক ফাটিয়া আসে ক্রন্দন।