"এই বুঝি পাওনা  ছিলো"
*এস.কে.হিমেল*


আমার এই বুঝি পাওয়ানা ছিলো,বাবার বক্ষ বিদ্ধের বিনময়।
অন্যায়ের ছোঁবলে,শোষিতদের কবলে, পিষ্ঠ হবে মানব আত্না,
ছুড়ি, বুলেট, গ্রেনেড এ ভরে যাবে দেশ,রাস্তায় বয়বে রক্ত বন্যা,বোনের হবে ইজ্জত হরণ,মা থাকবে ক্ষুধার্ত, উনুনে জ্বলবে না আগুন,বেকারত্বের অভিশাপে,ধোকে ধোকে নিস্তেজ হবে টগবগে তরুণের প্রাণ।
আমার এই বুঝি পাওনা ছিলো,ভাইয়ের দেহ কুটি কুটি কেটে, কাঁক শকুনের কাবাব করার বিনিময়।
চাঁদাবাজ, ঘুষখোর, সুদখোর, ছিনতাই কারি,প্রতিনিয়ত ছেয়ে যাবে দেশ,সন্তানের গলাকাটা লাশ দেখে মাতৃ আহাজারি, ম্যানহল থেকে বের হবে গলিত লাশ,গাছের ডালে ঝুলবে উড়নায় দেহ,নির্দোষীর হবে ফাঁসি, কান থেকে ছিঁড়ে নিবে দোল,জন সম্মুখে করা হবে নারীর বস্ত্র হানি,পুরুষের চোখ শকুনের মত তীক্ষ্ণ দৃষ্টিতে চিহ্নিত করবে  নারীর অঙ্গ, নারী ভূলে যাবে নিজেস্ব স্বকীয়তা, অশালীন পোষাকে রপ্ত করবে লাখ লালসা।
আমার এই বুঝি পাওনা ছিলো মায়ের প্রসব কালিন সময়,ঘরের আগুনের সাথে সাথে নিজের শরীর ঝলসিত করার বিনিময়,লক্ষ,কোটি সন্তান পাবে না পিতৃ পরিচয়,জারজ নাম নিয়ে বাড়াবে পৃথ্বীর অভিশাপ, না খেয়ে খেয়ে দেহ হবে কঙ্কাল, কুকুরের পেটে মাথা রেখে ঘুমাবে,কাঁক শরীরে লাগা থুঃথুঃ ঠোকরে ঠোকরে খাবে,পেটে,পিঠে জুটবে লাথি, ঘুম ভাঙ্গবে বর্জ্য এর আঘাতে,পাশেই যে ডাস্টবিন।