নারী
এস. কে. হিমেল


মেঘ ছুঁয়ে দেয় রোদ্দুর,
আমার মন ছুঁতে পারেনি তোমায়,
মনের অগোচরে বন্দী করে,
কেন রেখেছো আমায়?
স্বপ্ন ডানায় উড়িয়ে নারী যদি নাই বা দিবে ধরা,
কেন তবে মিছামিছি করো প্রেমে পাগল পারা?
প্রেম, প্রেম পাগলামো, ভালোবাসা, মায়া,
মিছে ছলনায় বন্দী করে কারো কেন হিয়া?
প্রকৃতি প্রদত্ত,পুষ্প বনে অবাধ চলাফেরা,
মন যাচাই করো দশ জন দিয়ে,
মেলে পেরু পসরা।
ছলনার মায়াজাল ভেঙ্গে তুমি,তোমাতেই থাকো
নারীতে অনুপ্রাণনে শক্তি,সেই সম্মান রাখো।
মা পুরে মহা মানবী তুমি তোমাতেই শ্রেষ্ঠত্ব,
তোমার প্রেরণায় পুরুষ হোক উজ্জীবিত।