পথের পুজো


এখন পুজোয়   শীত   পড়েনা,
গোটা   কয়েক   ব্রীজ  পড়ে-
আর  সাম্প্রদায়িক গানের সুরে
সার্বজনীন   ধুনুচি  নড়ে।


পঞ্জিকাহীন  মায়ের   বোধন,
অমাবস্যায়    অন্জলি  মন,
বীরেনদার হট্টগোলে
মন্ত্রীরা সব  ছড়া  ভোলে।


রিক্সা  ভাড়া বাড়ায় না,
ইউনিয়ানের   অভিমান।
পুজোর কদিন সংগ্রামী মন,
বৈধ  প্রেমে অবৈধ  টান।


শিল্পে আঁকা  ফুচকা-চপে,
দাম পড়েছে  রবীন্দ্র মতে।
বিদেশী চাঁদায়  পাড়ার পুজো
বেপাড়ায়  গিয়ে  'মা'  কে  খুঁজো।


রূপম রায়।
২৭   আশ্বিন  ১৪২৫।
কলকাতা ।