মানব চরিত্রের ফাটা দেয়াল জুড়ে আজ অসত্যের শিকড় অন্তহীন জায়গা করে নিয়েছে নোংরা অঙ্গিকার
তাই,পাপ ও বর্বরতায় দ্বিধান্বিত মানব বিবেক -
অস্থির অবগাহনে সাতরে প্রস্থান নিয়েছে অনিবার্য যাত্রায়,  
ইহজগতের লোভে মানুষ হয়েছে জীবিকার দাসত্ব ভিখারি  
সেই সুবাদে দিনভোর চলে নির্লজ্জতার অশ্লীল উদামনিত্য  
সর্বভুক ক্ষুধা মেটাতে তোলে নির্মম তর্জনী অসহায়েরউপর
ক্ষোভ আর প্রতিহিংসার আগুনে পুড়ে সরল মানুষের বেঁচে থাকা  
প্রতিবাদীর ভাষার পাণ্ডুলিপির পোড়া গন্ধে শ্বাস নেয় শুয়োরের বাচ্চারা,  
তাদের প্রতি,আজ ছুঁড়ে দিয়ে অভিশাপ ও সকল কু-শব্দ    
প্রতীক্ষায় আছে অনেক কান্না,অনেক না ভোলা শোক ।  
এক দিন বিচার হবেই এমন সীমাহীন অন্যায়ের  
একদিন বিচার হবেই এই মরা কান্নার ।