ধৈরজের কাঁধে ভর দিয়ে সেই যে স্রোতের বিপরিদে চলছি,
গড়মিল অংকের অবাঞ্ছিত ফল লাভের লোভে বিপন্ন এ অণু প্রাণ,  
জমাট অশ্রু বিন্দুর পাথরে সানীয়ে নিয়ে আশার ভোতা খঞ্জর -
আমি আজ বুঝতে পারি নিজেকে, সত্যিই বড় বেশি নির্লজ্জ ।
বেঁচে থাকার এমন ধৃষ্টতার আদলে  যবনিকার পর্দা শতছিন্ন
সর্বনাশা স্বপ্ন বিচ্ছেদের ক্ষরণ সর্বনাশে,সংশয় পেয়ালায় আমি
পরাজয় মেনেও অবশেষে নিজেরে করি কুর্নিস সহ সমর্পণ ,
ভাগ্য নামক সংক্রামক ব্যাধি ছেয়ে যায় শরীরের রন্ধে রন্ধে
তবু সময় উল্লাস করে দুঃখ প্রজননের সুখে ।
নিরীক্ষণের বিধাতা !  কি পেলাম এখানে ?তোমাকে নাকি পৃথিবীকে ?