যখন তুমি হাত বাড়ালে ঠিক তখনই
মনে পড়ে গেলো নিজের সম্বলহীন অস্তিত্বের কথা,
কোন সাহসে আমিও হাত বাড়াই তোমাতে ?
কি দেবো, খুঁজে পাই শুধু শূন্যতা  ।
আমি মহাকাশের কাছ থেকে বিশালতা ধার নিয়ে  
শূন্যতার কাগজে বানিয়েছি ঘর,যেখানে বাস করে আমি ও  
আমার অভ্যাসের লালিত একটিই পদবি একাকীত্ব।
আমার নিখোঁজ হয়ে যাওয়া সুখ গুলোকে
আর নতুন করে হাতড়াতে সাহস পাইনা ,
আমি আজ আমার ঘরে এতটাই শূন্যতার সুখী যে
প্রকৃত সুখ গুলো বড় বেশি বেমানান।  
তাই তোমার হাতে হাত রাখার সাহস হলোনা আমার
হবেনা পূর্ণিমার আলোয় গন্তব্য খুঁজে পাওয়া,  
বিধাতা অক্ষর-হীন লিখেছেন আমার ঠিকানা
তুমি ফিরে যাও , তোমার চিরচেনা পৃথিবীতে
আর আমি অস্তিত্বহীন অচেনা বসনে ।